শোবিজ ডেস্ক:সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই। একের পর এক বিতর্ক তাকে ছাড়ছেই না! কখোনো শারীরিক গঠন আবার কখনো মন্ত্রীর বউ, কখনো খোলামেলা ছবি কিংবা খোলামেলা পোশাকে ভিডিও ছেড়ে মাতিয়ে রাখছেন সোস্যাল মিডিয়া।এবার তাকে নিয়ে বিতর্ক হলো গর্ভবতী ইস্যু! ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে সানাই গর্ভবতী । যদিও বিষয়টিকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন সানাই।সানাই দুপুরে মুঠোফোনে বলেন- ‘ আপনারা জানেন আমি ওজন বাড়ার কারণে নিয়মিত জিমে যাচ্ছি। তাছাড়া আমার খাবার বেড়েগেছে, এজন্য ডাক্টারের কাছে গিয়েছি। ডাক্টার কিছু পরিক্ষা-নিরিক্ষা দিল সেই পরিক্ষার রিপোর্টটিকেই প্রেগন্যান্সির রিপোর্ট বলে গুজব ছড়ায় একটি কুচক্রী মহল। যা নিত্যান্তই মিথ্যে ও বানানো গল্প।’
উল্লেখ্য, সানাই এর জন্ম ঢাকার ধানমন্ডিতে হলেও তার পৈত্রিক নিবাস নীলফামারীতে। পড়াশোনার জন্য তিনি বেশ কিছুদিন রংপুরে ছিলেন। তার বাবা-মা উচ্চপদস্থ বেসরকারি কর্মকর্তা। সানাই এখন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করেন।নাবিলা, স্মার্টেক্স, নাগরদোলা ইত্যাদি ফ্যাশন হাউজে মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে উপস্থাপিকা হিসেবেও কাজ করেছেন।এরপর ২০১৬ সালের নভেম্বর মাসে ঢাকার গুলশান ক্লাবে একটু ফ্যাশন শো চলাকালীন সময়ে বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুবের সঙ্গে সানাই এর পরিচয় হয়। গাজী মাহবুব তখন তার নির্মাণাধীন চলচ্চিত্র ভালোবাসা ২৪/৭ এর জন্য সানাইকে চিত্রনায়িকা হিসেবে পছন্দ করেন। এই চলচ্চিত্রে সানাই এর বিপরীতে অভিনয় করেন জায়েদ খান।ভার্চ্যুয়াল জগতে আলোচিত সানাই মাহবুব সুপ্রভা সর্বশেষ একটি কনডমের বিজ্ঞাপনের মডেল হয়েছেন । কনডমের নাম ‘Seduction level up’ । বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন কায়সার আহমেদ (জন)। সম্প্রতি ঢাকার বনানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে । বিজ্ঞাপনে সানাইর বিপরীতে মডেল ছিলেন নয়ন আহমেদ।কনডমের বিজ্ঞাপনে মডেল হওয়া নিয়ে সানাই ডেইলি ওমেন বাংলাদেশকে বলেন, ‘Seduction level up’ কনডমের বিজ্ঞাপনটি গত ২২ অক্টোবর শুটিং শেষ হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ ও সুখী দাম্পত্য জীবন গড়তে বিজ্ঞাপনটি ভুমিকা রাখবে। বিজ্ঞাপনটি খুব শিগগিরই ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার করা হবে।সানাই বেশকিছেু গানের ভিডিওতে কাজ করেছেন। এরপর যুক্ত হন চলচ্চিত্রে। ‘ময়নার ইতিকথা’ ছবির কাজ শেষ করেছেন, আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হন জায়েদ খানের বিপরীতে।