গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের নানা পর্বের সাজের সুযোগ এবার মনির’স বিউটি লাউঞ্জে

0 0
Read Time:1 Minute, 37 Second

রিফাত রাহুল খাঁন:অঙ্গনের প্রিয়মুখ মেকআপ আর্টিস্ট মনির হোসেন। নাটক ও সিনেমায় মনিরের মেকআপ মানেই ভিন্ন কিছু। এক যুগেরও বেশি সময়ে ধরে তিনি দেশ বিদেশের তারকাদের সুন্দর করে তোলার কারিগর হিসেবে কাজ করে যাচ্ছেন।চরিত্রের প্রয়োজনে অনেক তারকাকেই বিয়ের সাজে সাজিয়েছেন মনির। এবার বাস্তব জীবনেও বিয়ের সাজের নানা প্যাকেজ নিয়ে হাজির হলেন এই মেকআপ আর্টিস্ট। চলছে বিয়ের মৌসুম। মনির’স বিউটি লাউঞ্জ ব্রাইডাল মেকওভারে থাকছে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের নানা পর্বের সাজের সুযোগ। মনির হোসেন বলেন, সাজসজ্জার পাশাপাশি এখানে মেকআপের স্কুলও রয়েছে। যারা নানা রকম মেকআপ শিখতে চান তাদের আমন্ত্রণ জানাচ্ছি এখানকার বিভিন্ন কর্মশালায় অংশ নিতে। মনির হোসেন শুধু দেশি তারকাদেরই সাজিয়ে তোলেন না। তিনি সাজিয়েছেন অমিতাভ বচ্চন, ইরফান খান, শিল্পা শেঠি, রাখি সাওয়ান্ত, বিদ্যা বলান, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সানি লিওনের মতো তারকাদেরও।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %