নিজস্ব ডেস্ক:আজ বিকেলে সফলভাবে “কোভিড১৯গিভ এ হ্যান্ডের আয়োজনে পরিবারের জন্য খাদ্য কর্মসূচি এর মাধ্যমে ৩৪৫টি সংকটাপন্ন -পরিবাকে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়েছে।উক্ত আয়োজনে আমাদের সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ
১। দুইবার জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী “নিপুন আক্তার”। নিপুণ আক্তার
২। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক জনাব ডক্টর জামির সিকদার।
৩। অখন্ডিত ঢাকার সাবেক যুবলীগ সভাপতি এবং মাদক বিরোধী সংগঠন লীডের চেয়ারম্যান জনাব সরদার বেলায়েত হোসেন মুকুল।
এই আয়োজনটি বাংলাদেশ সরকার এবং Iআইসিডিইআর এর নির্দেশনা মেনে করা হয়েছে। বিশেষভাবে সহযোগী করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)এবং গিভ এ হ্যান্ড এর নিবেদিত প্রাণ ভলেন্টিয়ারগণ। এছাড়াও আমাদের “আশকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের” প্রতিষ্ঠাতা জনাব আবু সাত্তার সাহেব এবং সহকারী প্রধান শিক্ষক আমাদেরকে তাদের বিদ্যালয় ক্যাম্পাস ব্যবহার করেতে দিয়েছেন। বিশেষভাবে আমাদের সাহায্য করেছে সৈয়দ মেহরাব হোসেন ভাই।
আমরা তাদের কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি।কোভিড-১৯এর এটা আমাদের প্রথম আয়োজন আশা করছি আমরা আরও কয়েকটি আয়োজন করে আরো বেশি সংখ্যক মানুষকে সহযোগিতা করতে পারবো।এছাড়াও যারা সমাজের এইসব অসচ্ছল মানুষের পাশে এসে তাদের সাহায্য করতে চাচ্ছেন এবং এমন ত্রাণ সহায়তা দিবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা সরকারি বিধিনিষেধ মেনে করবেন। উদাহরণ স্বরুপ আপনারা আমাদের আয়োজন কে অনুসরণ করতে পারেন।ইভেন্ট ফটোগ্রাফিতে ছিলেন সৈয়দ মেহরাব হোসেন।