গুনগত মানহীন ৪৩ পণ্য নিষিদ্ধ

0 0
Read Time:10 Minute, 14 Second

গুনগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারায় ১০ ব্র্যান্ডের সরিষার তেল ও সাত ব্র্যান্ডের গুঁড়া মসলাসহ ৪৩টি পণ্যের উৎপাদন-বিক্রি নিষিদ্ধ করেছে জাতীয় মান নির্ধারণী প্রতিষ্ঠান-বিএসটিআই। নিষিদ্ধের তালিকায় ৭ ব্র্যান্ডের লবণও রয়েছে। সোমবার বিএসটিআইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খোলাবাজার থেকে বিভিন্ন পণ্য কিনে ল্যাবরেটরিতে পরীক্ষা করে ওই ৪৩ পণ্যে নির্ধারিত মান পাওয়া যায়নি।

এর মধ্যে ৩৩ ধরনের বিভিন্ন ব্র্যান্ডের খাদ্যপণ্য। সুরেশ সরিষার তেল, ড্যানিশের তিন ধরনের গুঁড়া মসলা, পূবালীর লবণ এবং বোম্বে সুইটসের আলুজ চিপসও রয়েছে। এর বাইরে রয়েছে রাজশাহীর কয়েকটি ফিলিং স্টেশনের ১০ ধরনের জ্বালনি তেল।

সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পণ্যের মানের উন্নয়ন ঘটিয়ে পুনরায় অনুমোদন নেওয়ার আগ পর্যন্ত এসব পণ্য উৎপাদন, সরবরাহ, বিপণন ও বাণিজ্যিক বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

নিষিদ্ধ সরিষার তেল

নরসিংদীর অন্নপূর্ণা অয়েল মিলসের সুরেশ ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের মুক্তাগাছার বেঙ্গল অয়েল মিলসের চাওলি ফ্লাওয়ার ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের বিএল অয়েল মিলসের রুবি ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের পদ্মা অয়েল মিলসের হিলসা ব্র্যান্ডের সরিষার তেল

ময়মনসিংহের রূপন অয়েল মিলসের রিং ব্র্যান্ডের সরিষার তেল

নরসিংদীর লোকনাথ অয়েল মিলসের টাইগার ব্র্যান্ডের সরিষার তেল

নারায়ণগঞ্জের শক্তি এডিবল প্রোডাক্টস লিমিটেডের শক্তি ব্র্যান্ডের সরিষার তেল

গাজীপুরের তুরাগ অয়েল মিলসের তুরাগ ব্র্যান্ডের সরিষার তেল

নারায়ণগঞ্জের এস কে এগ্রো ফুড প্রসেসরের সরিষার তেল

ঢাকার প্রমি এগ্রো ফুডস লিমিটেডের প্রমি ব্র্যান্ডের সরিষার তেল

নিষিদ্ধ ভোজ্য তেল

জামালপুরের আলী ন্যাচারাল অয়েল মিলস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কল্যাণী ব্র্যান্ডের ফর্টিফাইড এডিবল রাইস ব্রান অয়েল

রংপুরের বদরগঞ্জের আনিস স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন

লালমনিরহাটের পাটগ্রামের ঈসমাইল স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড পাম অলিন

লালমনিরহাটের পাটগ্রামের গরিবুল্লাহ শাহ স্টোরের নামবিহীন খোলা ড্রামের ফর্টিফাইড সয়াবিন অয়েল

নিষিদ্ধ গুঁড়া মসলা

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের ধনিয়ার গুঁড়া

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (বিফ মাসালা)

নারায়ণগঞ্জের ড্যানিশ ফুডস এর ড্যানিশ ব্র্যান্ডের কারি পাউডার (চিকেন মাসালা)

নারায়ণগঞ্জের আইডিয়াল এগ্রো প্রোডাক্টস লিমিটেডের আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার

ঢাকার ফোর স্টার ফুড প্রোডাক্টসের ফোর স্টার ব্র্যান্ডের কারি পাউডার (বার বি-কিউ মাসালা)

ঢাকার এ জেড এ আইডিয়াল এগ্রো ফুড এন্ড বেভারেজ এর এ জেড এ আইডিয়াল ব্র্যান্ডের কারি পাউডার (মিট কালা ভুনা মাসালা)

ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা OTTOGI CURRY HOT ব্র্যান্ডের কারি পাউডার

নিষিদ্ধ লবণ

নারায়ণগঞ্জের সুরভী সল্ট আয়োডেশনের ডলফিন ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের সপ্তডিঙ্গা সল্ট ইন্ডাস্ট্রিজের মেয়র ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের পূবালী সল্ট ইন্ডাস্ট্রিজের পূবালী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের টমেটো ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের নিউ কোয়ালিটি সল্ট ইন্ডাস্ট্রিজের তৃপ্তি ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের প্রগতি সল্ট ইন্ডাস্ট্রিজের দিগন্ত ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নারায়ণগঞ্জের আলী সল্ট ইন্ডাস্ট্রিজের আলী ব্র্যান্ডের আয়োডিনযুক্ত লবণ

নিষিদ্ধ অন্যান্য খাদ্যপণ্য

নারায়ণগঞ্জের বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড-২, এর বোম্বে আলুজ ব্র্যান্ডের চিপস (আলুজ)

নেত্রকোণার প্রিয়া ফুড প্রোডাক্টসের প্রিয়া স্পেশাল ব্র্যান্ডের প্রিয়া লাচ্ছা সেমাই

ঢাকার ধামরাইয়ের সাউদিয়া ফুড প্রোডাক্টসের সাউদিয়া ব্র্যান্ডের লাচ্ছা সেমাই

গাজীপুরের ময়মনসিংহ এগ্রোর সান ড্রপ ব্র্যান্ডের ফ্রুট অ্যান্ড ভেজিটেবল জুস (এলোভেরা)

ঢাকার আরামবাগের ফিহাত ইন্টারন্যাশনাল ট্রেডার্সের আমদানি করা রিফাইন্ড সুগার

জ্বালানি তেল

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল

রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল

রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের হাই স্পিড ডিজেল

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)

রাজশাহীর নওদাপাড়ার ছন্দা ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)

রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)

রাজশাহীর নওদাপাড়ার জিএম ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন – রেগুলার (পেট্রোল)

রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-প্রিমিয়াম (অকটেন)

রাজশাহীর পবার আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন-রেগুলার (পেট্রোল)

রাজশাহীর পবার মতিউর ফিলিং স্টেশনের আনলেডেড মোটর গ্যাসোলিন- রেগুলার (পেট্রোল)

বিএসটিআইএর সিএম বিভাগের সহকারী পরিচালক রিয়াজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেসব খাদ্যপণ্যের মান খারাপ পাওয়া গেছে সেগুলো ব্যাচ ধরে ধরে নিষিদ্ধ করা হয়েছে। আর যেসব জ্বালানি তেলের মান বাংলাদেশ স্ট্যান্ডার্ডের নিচে নেমে গেছে সেগুলোর বিক্রি বন্ধ রাখতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এসব তেল কোন পর্যায়ে দুষিত হয়েছে সেটা প্রমাণের দায়িত্ব সংশ্লিষ্ট ফিলিং স্টেশনগুলোর।”

দেশে উৎপাদিত ও বিপণন হওয়া ১৮১টি পণ্যের বাধ্যতামূলক মান সনদ দিয়ে থাকে বিএসটিআই। মাহে রমজান উপলক্ষে সার্ভিল্যান্স টিমের মাধ্যমে বিভিন্ন পণ্যের ৫২১টি নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করার কথা জানানো হয়েছে বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

এর মধ্যে প্রথম ধাপে ২৫১টি নমুনা পরীক্ষার প্রতিবেদনের ভিত্তিতে এর আগে ১৭টি পণ্য নিষিদ্ধ ঘোষণা করে বিএসটিআই। বাকি আরও ২৭০টি নমুনার পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এবার ৪৩টি পণ্য নিষিদ্ধ করা হল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %