গ্যাসের দাম নিয়ে হরতালে সাড়া দেবে না জনগণ: কাদের

0 0
Read Time:1 Minute, 45 Second

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এর প্রতিবাদে বিরোধীরা হরতাল ডাকলেও জনগণ সাড়া দেবে না।

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা এ টি এম শামসুজ্জামানকে দেখার পর ওবায়দুল কাদের সাংবাদিকদের আরও বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির পেছনে যৌক্তিক কিছু কারণ আছে।

মানুষ বাস্তবতা বোঝে। বাস্তব কারণেই যৌক্তিক কিছু দাম এখানে সমন্বয় করা হয়েছে। মানুষ বিষয়টা সহজভাবে নেবে- এটাই তার আশা।

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৭ জুলাই অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। এ-সংক্রান্ত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী দল প্রতিবাদ করবে এটাই স্বাভাবিক। হরতাল নিয়ে সরকার সতর্ক আছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যাতে জনগণের কোনো ভোগান্তি না হয়, সরকার সেদিকে সচেষ্ট থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে একজন জনদরদী মানুষ। তিনি বিষয়টা দেখছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %