গ্রামীণফোনের নতুন চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর

0 0
Read Time:2 Minute, 57 Second

ড. আসিফ নাইমুর রশিদকে চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। ড. আসিফ সাবেক সিবিও কাজী মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হবেন। আগামী ১৬ এপ্রিল থেকে এই নিয়োগ কার্যকর হবে।

গ্রামীণফোনে যোগদানের আগে ড. আসিফ রবি আজিয়াটা লিমিটেডের চিফ ইনফরমেশন অফিসার হিসেবে কাজ করেছেন। তিনি ইতোমধ্যে টেলিনর গ্রুপের আইসিটি, ডিজিটাল ট্রান্সফরমেশন লিডার হিসেবে পরিচিত। ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত গ্রামীণফোন, টেলিনর মায়ানমার, টেলিনর এএসএ এবং সিমেন্সে বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।

নতুন সিবিওকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, বৈচিত্র্যপূর্ণ ও চ্যালেঞ্জিং বি২বি মার্কেটের নেতৃত্বে আমি আসিফকে স্বাগত জানাই। তার অভিজ্ঞতা, দক্ষতা গতানুগতিক বি২বি ব্যবসায়িক চিন্তাধারা পরিবর্তন করে সল্যুশন কেন্দ্রিক বি২বি স্থাপনে গ্রামীণফোনের সিবিও হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজমান আরও বিশ্বাস করেন, গ্রামীণফোন ম্যানেজমেন্টে ড. আসিফের অন্তর্ভুক্তি পরিবর্তিত ব্যবসায়িক পরিবেশে টেকনো-কমার্শিয়াল সহযোগিতা আরও শক্তিশালী করবে।

ড.আসিফ বলেন, এমন একটি গুরুত্বপর্ণূ পদে দায়িত্বভার নিতে পেরে আমি খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত। আমি বিশ্বাস করি আমার দক্ষতা, দেশ বিদেশে আইটি, আইসিটি সল্যুশন, সিআরএমের অভিজ্ঞতা গ্রামীণফোনের গ্রাহক ও শেয়ারহোল্ডারদের ভ্যালু তৈরিতে সহায়ক হবে। আমার মনে হচ্ছে আমি আবার ঘরে ফিরে এসেছি এবং আবারও একটি উইনিং টিম এ যোগ দিচ্ছি।

ড. আসিফ ক্যালিফোর্নিয়া সাউদার্ন ইউনিভার্সিটি ইউএসএ থেকে ডিবিএ; কানাডার রয়েল রোডস ইউনিভার্সিটি, বিসি থেকে এমবিএ (এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট), ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডটি থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব এপ্লাইড ফিজিক্স এবং ইলেকট্রনিক্সে পড়াশোনা করেছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *