গ্রেনেড হামলার পরিকল্পনার অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গ্রেপ্তার

0 0
Read Time:1 Minute, 22 Second

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে হামলার পরিকল্পনা করার অভিযোগে এক বাংলাদেশি বংশোদ্ভূত তরুণকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় বৃহস্পতিবার আশিকুল আলম নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয় বলে বলে জানায় নিউ ইয়র্ক টাইমস।

গ্রেফতার আশিকুল আলম (২২) নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসে থাকেন। আগ্নেয়াস্ত্র কেনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

ওই গোয়েন্দার সঙ্গে আগ্নেয়াস্ত্র কেনার বিষয়ে আলোচনা করেন আশিকুল। সিরিয়াল নম্বর নষ্ট করা আগ্নেয়াস্ত্র কিনতে চান তিনি। সেই মোতাবেক আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হয়েছিল তাকে।

এরপর এফবিআই এজেন্ট ও নিউইয়র্ক পুলিশ বিভাগের গোয়েন্দাদের সমন্বয়ে গঠিত জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্সের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %