মডেল ও অভিনেত্রী রোমানা স্বর্ণা ফাঁদ পেতে এক সৌদি প্রবাসীর কাছ থেকে কোটি টাকাও বেশি অর্থ হাতিয়ে নেওয়ায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।সেই মামলায় রোমানা স্বর্ণাকে গ্রেফতার করেছেন রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।
রোমানা স্বর্ণা’র গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ কিছু ভিডিও গোপনে ধারণ করেন রোমানা স্বর্ণা। ওই ব্যক্তি স্বামী হলেও টাকা না-দিলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। এভাবে স্বামীকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলেন স্বর্ণা। এক পর্যায়ে স্বামী বাধ্য হন স্বর্ণাকে ডিভোর্স দিতে। তবে ডিভোর্সটি আইনানুগ হয়নি বলে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
মডেল-অভিনেত্রী রোমানা স্বর্ণা। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হলেও মূলত টিভি পর্দায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেত্রী।পাশাপাশি তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও। অনিকেত আলম পরিচালিত ‘আউট অব দ্য বক্স’ ছবির মধ্য দিয়ে তিনি প্রথমবার বড়পর্দায় হাজির হন। এরপর তন্ময় তানসেন পরিচালিত ‘পদ্ম পাতার জল’ চলচ্চিত্রে কাজ শুরু করেন। তবে এই ছবিটির নির্মাণকাজ শেষ হওয়ার আগেই তানসেনের আরেকটি চলচ্চিত্র ‘রান আউট’-এ অভিনয় শুরু করেন।এরপর একের পর এক নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি মিডিয়ায় পরিচিতি পান।