0
0
Read Time:54 Second
শোবিজ ডেস্ক:প্রজন্মের ব্যস্ত মডেল জান্নাত আক্তার। নিজের সুনিপুণ মডেলিং দিয়ে শোবিজে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়। আজ এ মডেলের জন্মদিন।জন্মদিনটি কিভাবে কাটাবেন জানতে চাইলে তিনি বলেন; দিনটি বেশ চমৎকার। দিনটি নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই। জন্মদিনে অনেক কাছের মানুষের শুভেচ্ছায় ভাসছেন তিনি। সবাই আমার জন্য দোয়া করবেন ; যেন আমার আগামীদিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়।
স্টার নিউজ এজেন্সীর পক্ষ থেকে মডেল জান্নাত এর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল।