ঘরে থাকুন ;দেশকে ভালো রাখুন : নিপু

0 0
Read Time:2 Minute, 47 Second

শোবিজ ডেস্ক:করোনা প্রাদুর্ভাব নিয়া নৃত্যশিল্পী এবং মডেল,শাহাদাৎ হোসেন নিপু জানানন;একজন শিল্পী আমার মতে একা থাকাযায় না, তা কখনোই সম্ভব না, কিন্তু এ মহামারী আমাদেরকে একদম একা করে দিচ্ছে,আজ এক মাসেরও বেশি বাংলাদেশ লকডাউন,আমরা সব শিল্পীরাই ঘরে বসা,আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া,এটা আমাদের পেশা এবং নেশা,একজন শিল্পী হিসেবে আমি যা করেছি,আমার কিছু অল্প জমানো টাকা দিয়ে ১০০,পরিবারের খাবার যোগান দেওয়ার চেষ্টা করে যাচ্ছি,এতে আমাকে Global Hands Foundation “A Step towards Life” আর আমার অনেক পরিচিত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, স্বেচ্ছাসেবকের কাজ করতে পারে খুব ভালো লাগছে আমাদের,আমার বন্ধু এবং আমার কিছু ছাত্র আমাকে অনেক সহযোগিতা করছে,আমরা এক ঝাঁক নিত্য শিল্পী এগিয়ে চলেছি এই কাজে,মানুষকে সচেতন করা,তাদেরকে খাবার পৌঁছে দেওয়া,অভাবী মানুষের পাশে থাকাটাই আমাদের লক্ষ্য,যদি সমাজের কিছু বিত্তবানরা আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিতো খুব ভালো হতো,আমি মূলত একজন নৃত্যশিল্পী, আমি থেমে নেই,আমি অনলাইনে নাচের প্রশিক্ষণ দিচ্ছি,সেখানে আমি শিখাচ্ছি নিজের শরীরকে কিভাবে সচেতন রাখতে হয়,ইয়োগা,মেরীটেশন,শাস্ত্রীয় নাচের চর্চা,যুম্বা ক্লাস, প্রতিদিন নিয়মিত নিচ্ছি,এই মহামারীর কারণে আমাদের অনেক ইন্টারন্যাশনাল নৃত্য উৎসব ক্যানসেল হয়ে গেছে,যে উৎসবগুলোতে আমরা পার্টিসিপেট করতে পারলাম না এইবার,তুরস্ক,ব্যাংকক,মিশর, অস্ট্রেলিয়া ফোক ডান্স উৎসব সবগুলোই ক্যান্সেল হয়ে গেছে,এই মহামারী পুরো বিশ্বকে থমকে দিয়েছে,যাইহোক আমরা ভয় কে জয় করব,সরকারের রুলস মেনটেন করবো,ডাক্তারের কথা অনুযায়ী চলব,লকডাউন টাকে আমরা সুন্দর করে পালন করব, কালো ভোর কে আমরা ঠেলে পিছনে ফেলবোই আমরা করব জয়,একটা কথাই বলবো ঘরে থাকুন দেশকে ভালো রাখুন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %