0
0
Read Time:1 Minute, 24 Second
পুলিশকে জনগণের বন্ধু হিসেবে উল্লেখ করা সত্ত্বেও প্রতিটা দেশেরই পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আছে। কোথাও কোথাও পুলিশ এবং ঘুষ শব্দ দুটি সমান্তরালে চলে।
এ অবস্থায় পুলিশের ঘুষ নেয়া রুখতে তাদের জন্য পকেট ছাড়া ইউনিফর্ম বানাবে কেনিয়া সরকার।
পুলিশের ইউনিফর্মে এখন থেকে আর পকেট থাকবে না। ঘুষ নেওয়া রুখতে এমন সিদ্ধান্ত নিতে হচ্ছে কেনিয়া সরকারকে। কেনিয়া সরকারের ভাবনা পকেট না থাকলে পুলিশ ঘুষ নিতে পারবে না।
সরকারের তরফে জানানো হয়েছে, ঘুষ নিয়ে রাখার জন্য আর পকেটই থাকবেনা সুতরাং ঘুষ নেয়ার প্রবণতাও অনেক কমে যাবে। আর ডিজিটাল পদ্ধতিতে ঘুষ নেয়ার অবস্থা সেদেশে এখনো হয়ে ওঠেনি।
সম্পর্কিত খবরঃ
রোহিঙ্গাদের ফেরাতে মুসলিম দেশগুলোর কার্যকর ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর
আমি ১০০ বার মুসলিম দের ইফতারে যাবঃ মমতা
কনস্টেবল নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ