চাঁদাবাজির মামলায় ‘জয় পরিষদের চেয়ারম্যান’ রিমান্ডে

0 0
Read Time:3 Minute, 5 Second

রাজধানীর আফতাবনগর এলাকায় ‘ইস্টার্ন হাউজিংয়ের’ কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির মামলায় ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ নামের কথিত সংগঠনের সভাপতি লায়ন মতিউর রহমান টিপু বাড্ডা থানায় রিমান্ডে রয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ জুন) রাতে আফতার নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, ২৮ জুন সকালে ১০-১২ জন লোক নিয়ে টিপু ‘ইস্টার্ন হাউজিং’ এর জমিতে ‘জয় পরিষদ’ এর নামে একটা সাইনবোর্ড লাগাতে গেলে ইস্টার্ন হাউজিং এর নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। এই ইস্যুকে সামনে এনে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন টিটু। চাঁদা দিতে অস্বীকার জানালে ইস্টার্ন হাউজিংয়ের সাইট ইনচার্জ মেজর (অব:) মো. আলতামাস করিমকে শাসিয়ে চলে যায়। পরে ঐদিনই দুপুরে এ কল করে গালিলাগাজ করে এবং আলতামাসকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় আলতামাস বাদী হয়ে টিপুর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।

মামলার সত্যতা নিশ্চিত করে বাড্ডা ফাঁড়ির ইনচার্জ নাদিম মাহমুদ জানান, ‘ইস্টার্ন হাউজিং এর সাইট ইনচার্জ মেজর (অব:) মো: আলতামাস করিম বাদী হয়ে ‘সজীব ওয়াজেদ জয় পরিষদ’ সংগঠনের সভাপতি লায়ন মতিউর রহমান টিপুর নামে ৫০ লাখ টাকা চাঁদার মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার রাতে আফতাবনগর এলাকা থেকে টিটুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আদালতে পাঠালে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজকে ২ জুলাই রিমান্ড শেষ হলে আসামিকে আদালতে তোলা হবে।’

মামলার বাদী ‘ইস্টার্ন হাউজিং এর সাইট ইনচার্জ মেজর (অব:) মো. আলতামাস করিম জানান, টিপু আমার কাছে

৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। পরে আমাকে কল দিয়ে গালিগালাজ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে কুরুচিপূর্ণ, আপত্তিকর মন্তব্য করেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন।’

উল্লেখ্য, এর আগে ২০১৯ সালের আগষ্ট মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে নামে ভুয়া সংগঠন খুলে জনবিরোধী প্রচারণার দায়ে লায়ন মতিউর রহমান টিপুকে আটক করেছিল র‍্যাব।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *