আজ (২৫ জুন) চিত্রনায়িকা শিরীন শিলার জন্মদিন। জন্মদিনটি বিশেষ ভাবে স্মরণীয় করে রাখতে বিশাল এক অনুস্ঠান এর আয়োজন করেছেন তিনি। সেখানে তার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, শুভাকাঙ্খী, পেশাগত বন্ধু, চলচ্চিত্র ও মিডিয়ার মানুষ এবং বিনোদন সাংবাদিকদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা শিরীন শিলা।
শিরীন শিলা জানিয়েছেন, গেলো কয়েক বছর ধরেই তিনি জন্মদিন জমকালো ভাবে উপস্থাপন করে আসছেন। এবারও সেটার ব্যতিক্রম হচ্ছে না। তিনি বলেন, জন্মদিনের আগের রাতে ঠিক ১২ টা বাজার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের সাথে কেক কাটেন। এবারও তার ব্যাতিক্রম হয়নি । ঠিক ১২ টা বাজার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের সাথে কেক কেটেছেন ।
তিনি আরও জানান, ঘনিষ্ঠ কিছু পেশাগত বন্ধুও বাসায় সারপ্রাইজ কেক ও গিফট নিয়ে আসেন। তাদের সঙ্গেও জন্মদিবসের প্রথম প্রহরে কেক কাটতে হয় তাকে। সেটা বেশ উপভোগ করেন বলে জানান। শিরীন শিলা বলেন, ধারণা করছি বরাবরের মতো এবারের জন্মদিনেও কাছের মানুষদের কাছ থেকে সারপ্রাইজ পাবো।
শিরীন শিলা জানান, ২৫ জুন ঢাকার গুলশান এলাকার একটি ক্লাবে এবার তার জন্মদিনের জমকালো পার্টির আয়োজন করা হয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু, শুভাকাঙ্খী, পেশাগত বন্ধু, চলচ্চিত্র ও মিডিয়ার মানুষ এবং বিশেষ করে সাংবাদিকদের সঙ্গে গেট টুগেদার করার জন্যেই তিনি এই পার্টির আয়োজন করেছেন। সেখানে নাচ, গান, আড্ডা আর খানাপিনার মাধ্যমে বার্থ ডে পার্টিটি জমিয়ে তোলার পরিকল্পনা করেছেন।
জন্মদিনের এই স্পেশাল পার্টি প্রসঙ্গে শিরীন শিলা বলেন, সারা বছর সবাই কম বেশি যার যার কাজে আমরা ব্যস্ত থাকি। সবার সঙ্গে সব সময় দেখাও হয় না। তাই প্রতিবছর আমি
জন্মদিনের এই বিশেষ দিনে সবার সঙ্গে দেখা, কুশল বিনিময় আর সবাইকে নিয়ে একসঙ্গে কেক দিনটি স্মরণীয় করে রাখার চেষ্টা করি। আর পরিচিত সবার দোয়া নিয়ে জীবনের আরেকটি নতুন বছরে পা রাখি। সবাই আমার জন্যে দোয়া করবেন – আগামীর দিনগুলোও যেনো এভাবে সবাইকে পাশে নিয়ে পথ চলতে পারি।
উল্লেখ্য, টিভি মিডিয়া থেকে চলচ্চিত্রে আসা শিরীন শিলা অভিনীত এখন পর্যন্ত চারটি ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া প্রথম ছবির নাম “হিটম্যান”। অন্য ছবিগুলো হলো “ক্ষণিকের ভালোবাসা”, “মিয়া বিবি রাজি”, “মন জানে না মনের ঠিকানা”।
তার অভিনীত মুক্তি প্রতীক্ষিত দুটি ছবি হলো “সাহসী যোদ্ধা” এবং “আমার সিদ্ধান্ত”। আর বর্তমানে শিরীন শিলা অভিনয় করছেন “এক কোটি টাকা”, “সরি” ও “এক মিনিট” নামের তিনটি ছবিতে অভিনয় করছেন। অভিনয় ক্যারিয়ারে অভিনীত ছবিগুলোতে তিনি নায়ক হিসেবে পেয়েছেন বাপ্পী, ইমন সম্রাট, শাহরিয়াজ প্রমুখকে।