চীনের গুয়াংঝু প্রদেশে ১৩২ জন যাত্রী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। তবে, হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
সোমবার (২১ মার্চ) বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
খবরে বলা হয়, ১৩২ জন যাত্রী নিয়ে বোয়িং-৭৩৭ যাত্রীবাহী বিমানটি কুনমিং থেকে গুয়াংঝু যাওয়ার পথে বিধ্বস্ত হয়েছে। এখন উদ্ধার অভিযান চলছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝু অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে গেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় উদ্ধারকারীদের একটি দল পাঠানো হয়েছে। তবে বিমানের কোনও যাত্রী বেঁচে আছেন কি না তা এখনই বলা সম্ভব নয়।
চীনের সিভিল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (সিএএ) জানিয়েছে, বোয়িং ৭৩৭-৮০০ বিমানে ১২৩ জন যাত্রী এবং নয়জন ক্রু সদস্য ছিলেন। হতাহতের সংখ্যা এবং দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।