চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত অভিযোগ ,এটা কাবিখার চাল সিদ্দিকুর মন্ডলের দাবি

0 0
Read Time:2 Minute, 46 Second

স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান মন্ডলের গোউডাউন থেকে গত ১৯/০৪/২০২০ ইং রোজ রবিবার দুপুর আনুমানিক ১ টার দিকে এক অভিজানে, ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়েছে বলে যানা যায় । সে সময় পুলিশ আব্দুর রাজ্জাক নামে একজনকে আটক করেছে। তবে ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান মন্ডলের , এটা কাবিখার চাল, ইতমধ্যে আমি কাজও শুরু করেছি। তবে সাময়িক দুর্যোগের কারনে কাজ বন্ধ রাখা হয়েছে। তবে এই মহামারি করোনা ভাইরাস ঠিক হবার পরে আমি আবারও নতুন করে রাস্তার কাজ শুরু করবো, তাই এই চাল আমি আমার এই গোডাউনে রেখেছি, দেখুন তার প্রমান সরুপ কাগজ। এবং এই চালের কাগজপত্র তার কাছে আছে বলে দাবি করেন যশাই ইউপি চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল ।

তবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা পৌরসভার বাঁশআড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থাকা উপজেলার যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মন্ডলের ৪ তলা বিশিষ্ট ভবনের গোউডাউনে তিনি অভিযান পরিচালনা করেন। সে সময় ওই গোউডাউন থেকে ১৩৪ বস্তা সরকারি চাল ও ১৩৫ প্যাকেট পাট বীজ উদ্ধার করা হয়। সেই সাথে গোউডাউনে অবস্থান করা আব্দুর রাজ্জাককে আটক করা হয়।

এদিকে পাংশা থানার ওসি মোঃ আহসানুল্লাহ জানান, চাল ও পাট বীজ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আব্দুর রাজ্জাককে আটক করা হয়েছে।

তবে যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান মন্ডল জানান, তার ইউনিয়নের বিরু মন্ডলের ঘাটের কাচা রাস্তার উন্নয়ন কাজের জন্য ০৪ টন কাবিখার চাল তাকে বরাদ্দা দেয়া হয়েছিলো। এতোমধ্যে ওই কাজ শুরুও করা হয়েছে।

সূত্রঃ PBC news24

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %