0
0
Read Time:1 Minute, 26 Second
বলিউডের খ্যাতনামা সঙ্গীতশিল্পী কেকের আকস্মিক বিদায়ে শোকস্তব্ধ ভারতের সঙ্গীতজগত। তাকে শেষবিদায় জানিয়েছেন পরিবার, সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের ভারসোভার মুক্তিধাম শ্মশানে শিল্পীর শেষকৃত্যের আয়োজন করা হয়। মুক্তিধাম শ্মশানেই শেষকৃত্য হয়েছিল কেকে-র মায়ের।
চোখের জলে বাবাকে বিদায় জানালেন পুত্র নকুল এবং কন্যা তামারা।
কেকেকে শেষ বিদায় জানাতে আসেন বলিউডের খ্যাতনামা শিল্পী হরিহরণ, শ্রেয়া ঘোষাল, অভিজিৎ ভট্টাচার্য, সেলিম মার্চেন্ট, অলকা ইয়াগনিক, অনুপ জালোটাসহ অনেকে। গায়কের শেষ যাত্রায় অগুনতি মানুষ ভিড় করেন।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে কলকাতার নজরুল মঞ্চে শেষ অনুষ্ঠান করার পর অসুস্থ কেকে-র মৃত্যু হয় একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে।
তারপর তার দেহ মুম্বাইয়ে পৌঁছায় বুধবার রাতে।
বর্তমান কাগজ / শারমিন