চ্যানেল আইয়ের ৩০০ সেকেন্ডে জয়ের উপস্থাপনায় নানজীবা খান

0 0
Read Time:3 Minute, 39 Second

শোবিজ ডেস্ক’সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ৩০০ সেকেন্ডে অতিথি হিসেবে ছিলেন নির্মাতা ও ট্রেইনি পাইলট নানজীবা খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সেহাঙ্গল বিপ্লব।অনুষ্ঠানের শুরুতেই নানজীবা’কে ইয়াংগেস্ট সেলিব্রেটি হিসেবে উপস্থান করেন জয়। সেই কথোপকথনের কিছু অংশ তুলে ধরা হলঃ

জয়ঃ বিভিন্ন অঙ্গনে আপনার পদচারণা, নির্মাতা, ইউনিসেফ বাংলাদেশের সাবেক তরুণ প্রতিনিধি, ক্যাডেট আম্বাসিডর, মডেলিং ও করেছেন, সেই সাথে এভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছেন। এতো কিছু একসাথে কিভাবে করে আবার কিভাবে পাইলট হয়ে গেলেন?

নানজীবাঃ আমার মনে একদিকে বেশি ফোকাস করছে ক্রিয়েটিভিটি কমে যায়। তাই মাঝে মাঝে সুইচ করি এতে কাজ করার ক্ষেত্রে সুবিধা হয়, কোনো কাজেই মনযোগ হারাই না।

জয়ঃ কিন্তু এত কাজ যারা একসাথে করে দিন শেষে তাদের কোনো একটি দিকও সেইভাবে তৈরি হয়না এটা কি ঠিক?

নানজীবাঃ হ্যা এটি শোনা যায়। হয়তো বা ১০০ জনের মধ্যে একজন পারে। আমার ভিতরে সেই কনফিডেন্স আছে, কারণ আমি যেটাই করি মনযোগ দিয়ে করি।

জয়ঃ মানুষ বলে সুইচ টিপলেই নাকি প্লেন চলে পাইলট ঘুমিয়ে থাকে এটা কি সত্যি?

নানজীবাঃ আমরা যারা নির্মাতা হিসেবে কাজ করি বাহিরের দর্শক মনে করে অভিনয় শিল্পীরা এমনিতেই কাজ করে নির্মাতাদের কোনো কাজ নাই। সেইভাবে এটা মানুষ বলে কিন্তু প্লেন চালাতে গেলে আসলে মাথা লাগে।

জয়ঃ এখানে একটু ভুলে মানুষের জীবন চলে যায়। ভুল তো মানুষ করেই কিন্তু পাইলটরা যাতে ভুল না করে সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন?

নানজীবাঃ আমাদের ফিজিকালি এবং মেনটালি দুই ক্ষেত্রেই অনেক স্ট্রং হতে হয়।

জয়ঃ আপনি যখন পাইলট হয়ে যাবে মিডিয়াতে কিভাবে কাজ করবেন? দুইটা একসাথে করতে সমস্যা হবে না?

নানজীবাঃ আমাদের অনেক পাইলট আছেন যারা ব্যবসা, এছাড়াও গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছেন। আমার মনে হয় ইচ্ছা থাকলে করা যায়।

জয়ঃ অনুষ্ঠানের শেষ কিছু সেকেন্ডে আপনি কি বলতে চান?

নানজীবাঃ এই যে আপনি তীর বিদ্ধ এতো প্রশ্ন করেন। মাঝে মাঝে “লিমিট” ক্রস করেন এটা কি ইচ্ছা করে করেন নাকি হয়ে যায় মানুষ হিসেবে?

জয়ঃ মানুষ হিসেবে হয়ে যায় অথবা আমার লিমিটটাই এক্টু ক্রস করা।

উল্লেখ্য যে, নানজীবা খান একাধারে নির্মাতা, উপস্থাপিকা, বিতার্কিক, ইউনিসেফের সাবেন তরুণ প্রতিনিধি, মডেল, বিএনসিনি সাবেন ক্যাডেট আম্বাসেডর এবং সেইসাথে ট্রেইনি পাইলট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %