ছোটবেলায় একদিন সারারাত না ঘুমিয়ে সেহরি খেয়েছিলাম : হিমি

0 0
Read Time:2 Minute, 39 Second

শোবিজ ডেস্ক:বর্তমান প্রজন্মের মডেল ও অভিনেত্রীর জান্নাতুল সুমাইয়া হিমি। তিনি প্রথম রোজার রাখা সম্পর্কে বলেন;:অনেক আগের কথা মনে নেই সঠিক। তবে আমার যতদূর মনে পড়ে আমি সর্বপ্রথম সাত বছর বয়সে রোজা রেখেছিলাম।প্রথম রোজার দিনের মজার কোনো স্মৃতি নিয়া বলেন;:প্রথম রোজায় খুবই সিরিয়াস ভাবে নিয়েছিলাম।আম্মু অনেক বার নিষেধ করা শর্তেও তারপরও রোজা রেখেছিলাম।প্রথমকাপ ইফতার নিয়ে বলেন;প্রথম রোজার ইফতারির কথা খুব একটা মনে পড়ছে না এখন।ছোটবেলায় নিজে সবার জন্য ইফতার তৈরি করতে চাইতাম।কিন্তু তখন আমাকে শুধু শরবত বানানো ছাড়া আর অন্য কিছু তৈরি করতে দিতেন না আম্মু।প্রথম সেহরি সম্পর্কে বলেন;আম্মু সেহরির সময় আমাকে ঘুম থেকে ডাকতে না।কারণ আমি ছোট ছিলাম এটা ভেবে যে আমি রোজা রাখতে পারবোনা। একদিন সারারাত না ঘুমিয়ে এরপর সেহরি খেয়েছিলাম।ছোটবেলা ও বড়বেলার রমজানে কী পার্থক্য সম্পর্কে বলেন;ছোটবেলায় রোজা রাখাটা ফান হিসেবে দেখতাম।বন্ধুদের গর্ভ করে বলা যাবে কে কয়টা রোজা রেখেছি সেটা ভেবে রোজা রাখতাম। আর এখন রমজান মাসে রোজা রাখাটা ফরজ বিষয় মনে করি।রমজান মানে এখন বাসায় ইফতার তৈরির জন্য আম্মুকে সাহায্য করা নামাজ মিস না করা।এইসব বিষয় গুলো চিন্তা করি এখন সেটা ছোটবেলায় করতাম না।এবারের রমজান উপলক্ষে জানান; নিজের এবং নিজের পরিবারের জন্য দোয়া চাওয়া আশা করবো। ইনশাআল্লাহ আমার করোনা থেকে রেহায় পাবো।শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মানুষ যেনো এই মহামারি করোনা থেকে রক্ষা পাই। আর সমাজের স্বল্প আয়ের মানুষরা যেনো খাবারের কষ্ট না পায় মহান আল্লাহ্ কাছে সেই প্রাথনা করি সবসময়। আল্লাহ্ সবাইকে হেদায়েত দারুক এই করোনায়।

ছবি: সংগৃহীত

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %