ছয়জন নৃত্যশিল্পীর ‘প্রাণের শহর’

0 0
Read Time:2 Minute, 9 Second

শোবিজ ডেস্ক:করোনার আতঙ্কে প্রাণের শহর আজ যেন প্রাণহীন। ঘরে বসে সব সৃজনশীল মানুষজন। গানবাংলায় চিরকুটের গাওয়া ‘যাদুর শহর’ – এর ছন্দে নাচের মাধ্যমে প্রাণের শহরে প্রাণ ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন এ প্রজন্মের এক ঝাঁক নৃত্যশিল্পী। সেরা নাচিয়ে খ্যাত পারসা ইভানার উদ্যোগে ঘরে থেকেই নেচেছেন মন্দিরা চক্রবর্তী, মিম চৌধুরী, রাসেল আহমেদ, এস আই ইভান ও আবু নাঈম। ইভানা নিজেও ছিলেন এ বিশেষ ভিডিওতে।এ প্রসঙ্গে ইভানা বলেন, করোনার এ সময়ে আমরা সবাই ঘরে বসে আছি। কিছু করতে পারছিনা। কয়েকজন নৃত্যশিল্পীদের নিয়ে আমার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেখানে আলাপ করতে গিয়ে এমনকিছু করার কথা ভাবি আমরা। বাসায় নিজেদের মতো করে নৃত্য পরিচালনা করে ভিডিওটি নির্মাণ করেছি। সবাই সহযোগিতা করেছে। ভিডিওটির পেছনে টিমওয়ার্ক ছিল অসাধারণ। নাচের পাশাপাশি আমরা কিছু সচেতনতামূলক বক্তব্য দিতে চেয়েছি। যেমন – হাত ধোয়া, বাসার জিনিসপত্র পরিস্কার রাখা, সঠিকভাবে হাঁচি দেয়া, ফুসফুসে গরম পানির ভাপ নেয়া, নামায পড়া ইত্যাদি।’যাদুর শহর’ গানটি বেছে নেয়া প্রসঙ্গে ইভানা বলেন, চিরকুটের ‘যাদুর শহর’ গানটি আমার ভীষণ প্রিয়। কিন্তু গানবাংলায় একটি অনুষ্ঠানে তারা অন্যভাবে গানটি গেয়েছিল। যা এ সময়ের সাথে খুবভাবে মিলে যায়। তাপস ভাইয়ের অনুমতি নিয়ে সে ভার্সনটি বেছে নিয়েছি আমরা। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পেয়েছি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %