শোবিজ ডেস্ক:করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বজুড়ে। এরই মধ্যে বাংলাদেশে এ ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। জনসমাগমস্থল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে সরকার। আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশজুড়ে।করোনা মোকাবেলায় ইতোমধ্যে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ অনেক অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানা পোস্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে। পিছিয়ে নেই নায়িকা মিষ্টি জান্নাতও।করোনাভাইরাস সংক্রমণ সচেতনতায় বাসায় থাকছেন তিনি। তবে সাধারণ জনগণের পাশে দাড়াতে ডাক্তারদের একটি ফোরামের মাধ্যমে জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নিয়েছেন তিনি।মিষ্টি বলেন, আগামী ২৫ বা ২৬ মার্চ ২০০০ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান বিতরণ করার পরিকল্পনা করেছি। শাহবাগ ও তার আশেপাশের এলাকায় এগুলো বিতরণ করব। আমাদের ফোরাম ‘বিয়িং হিউম্যান ডক্টরস গ্রুপ’ এ উদ্যোগ নিয়েছে। আমরা পর্যায়ক্রমে অন্যান্য জায়গাতেও মাস্ক, স্যানিটাইজার, সাবান এসব বিতরণ করব।
জনসাধারণের মাঝে বিনামূল্যে মাস্ক স্যানিটাইজার ও সাবান বিতরণের উদ্যোগ নিয়েছেন মিষ্টি জান্নাত
Read Time:1 Minute, 54 Second