রিফাত রাহুল খাঁন:জনপ্রিয় দর্শকনন্দিত অভিনেতা সজল ২০০১ সালে “ভার্জিন তাকদুম তাকদুৃৃম” অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়াতে পথচলা শুরু করেন। ২০০৩ সালে ‘কিউট শ্যাম্পু’র বিজ্ঞাপন সজলকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। নির্মাতা তন্ময় তানসেন এর পরিচালনায় নাটকে প্রথম অভিনয় করেন।
তারপর ২০০৫ সালে সজলকে অভিনয়ের প্রস্তাব দেন আফজাল হোসেন ; কিন্ত সজল প্রথমে না বলে দেন। কেননা; প্রথম নাটক করার পর সিদ্ধান্ত নেন আর নাটক করবেন না । কিন্তু পরবর্তীতে আফজাল হোসেনের চাপে পড়ে ‘হীরাফুল’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেন এবং তুমুল জনপ্রিয়তা লাভ করেন। বহু ভালো মানের নির্মাতাদের সাথে মানসম্মত মানের কাজ করার কারণে সজলের ক্যারিয়ার এ আকাশচুম্বী সফলতা অর্জন করেছেন। তিনি অসংখ্য একক নাটকে অভিনয় করেছেন; পাশাপাশি কিছু ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন।
।
২০১৬ সালে তন্ময় তানসেন পরিচালিত তার অভিনীত’রানআউট ‘ চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। গতকাল ছিল তার জন্মদিন।আগামী ১৩ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে সজল-পূজা অভিনীত ভৌতিক গল্পের চলচ্চিত্র “জ্বীন। ” এ ছবিটির টিজারেই বেশ প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। এছাড়াও রয়েছে সজল-পরীমনি অভিনীত সহিদ উন নবী’রপরিচালনায়”পাফড্যাডি”। এ কাজটি অন্যতম চমৎকার কাজ হবে বলে তিনি জানান।আরও জানান; জন্মদিনে অনেকের ভালোবাসা ও শুভেচ্ছা পেয়েছি।কিন্ত সকলের উওর দিতে না পারায় দু:খ প্রকাশ করছি।
ছবি: মুকুট রহমান