জন্মদিনে প্রচুর শুভেচ্ছাবার্তা পাচ্ছি : অথি

0 0
Read Time:1 Minute, 2 Second

রিফাত রাহুল খাঁন: চ্যানেল আই ক্ষুদেগানরাজ -২০১৬ এর ৭ম শীর্ষস্থান অধিকারী গায়িকা অন্দিতা সাহা অথি। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আকর্ষণ। গানেরভূবনে এগিয়ে চলেছেন আপন মহিমায়। আজ তার জন্মদিন। জন্মদিন প্রসঙ্গে অথি বলেন; আজ আমার জন্মদিন আবার আজকেই আমাদের হিন্দু সম্প্রদায় এর শারদীয় উৎসবের মহাষ্টমী। বেশ উৎসবমুখর পরিবেশ বিরাজে পালিত হচ্ছ। ভক্তরা আমার জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিচ্ছে বেশ ভালো লাগছে। আজ সন্ধ্যার দিকে জন্মদিনের ঘরোয়া আয়োজনের পরিকল্পনা রয়েছে।তিনি আরও জানান; আমার জন্য সকলে আশীর্বাদ করবেন; যেন আমার আগামীদিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %