0
0
Read Time:1 Minute, 9 Second
শোবিজ ডেস্ক :১৯৯৪ সালের ৫ এপ্রিল বগুড়ায় জন্মগ্রহণ করেন এহসান ভাবনা। বগুড়ায় বেড়ে উঠেছেন তিনি।আজ তার জন্মদিন। এবারের জন্মদিন বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে জন্মদিন পালন করা থেকে বিরত রয়েছেন।
দেশের এ ভয়াবহ পরিস্থিতি যেন খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারে সবাই সে প্রত্যাশায় তিনি করেছেন। উল্লেখ্য;তিনি ‘আরএফএল মগের’ বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন।
তারপর প্রান পটেটো, সিরামিক, স্টার লাইট, ও আপ এন্ড টপ সহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেন। তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন রেম্প ও বিভিন্ন ফ্যাশন হাউজে মডেলিং।
তিনি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। যা ইতিমধ্যে দর্শক মহলে অনেক জনপ্রিয়তা পেয়েছে।