জন্ম নিয়ন্ত্রণ  ও সুখী দাম্পত্য জীবন গড়তে কনডমের বিজ্ঞাপনে সানাই

0 0
Read Time:2 Minute, 18 Second

শোবিজ ডেস্ক :এবার কনডমের বিজ্ঞাপনের মডেল হলেন ভার্চ্যুয়াল জগতে আলোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভা। কনডমের নাম ‘Seduction level up’।বিবাহিতদের প্রয়োজনীয় পন্যটির বিজ্ঞাপন নির্মাণ করেছেন কায়সার আহমেদ (জন)। সম্প্রতি ঢাকার বনানীর বিভিন্ন লোকেশনে বিজ্ঞাপনটির শুটিং হয়েছে বলে জানিয়ছেন সানাই। বিজ্ঞাপনে সানাইর বিপরীতে মডেল ছিলেন নয়ন আহমেদ।কনডমের বিজ্ঞাপনে মডেল হওয়া প্রসঙ্গে সানাই বলেন, ‘Seduction level up’ কনডমের বিজ্ঞাপনটি গত ২২ অক্টোবর শুটিং শেষ হয়েছে।জন্ম নিয়ন্ত্রণ  ও সুখী দাম্পত্য জীবন গড়তে বিজ্ঞাপনটি ভূমিকা রাখবে।তিনি বলেন, আমার প্রথম বিজ্ঞাপন এটি। তাই ভীষণ আনন্দিত। নতুন এ বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। গল্প নির্ভর বিজ্ঞাপনটি খুব শিগগিরই ইউটিউবসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে।কনডমের বিজ্ঞাপন নিয়ে সমালোচনা হবে কিনা জানতে চাইলে সানাই বলেন, আজকাল আমি যা কিছুই করি তাত নিয়েই সমালোচনা হয়। তবে এ বিজ্ঞাপন নিয়ে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না। তাছাড়া যেহেতু এটি একটি সামাজিক গণ সচেতনতা মূলক পণ্যের বিজ্ঞাপন সেহেতু আমার ধারণা সবার কাছে আমি প্রশংসিত হব।ইতোমধ্যেই সানাই বেশকিছু গানের ভিডিওতে কাজ করেছেন। যুক্ত হয়েছেন চলচ্চিত্রেও। ‘ময়নার ইতিকথা’ ছবির কাজ শেষ করে আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জায়েদ খানের বিপরীতে।গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪.৭’ নামের এই ছবির মহরত হলেও এখনো শুটিং শুরু হয়নি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %