0
0
Read Time:1 Minute, 10 Second
রিফাত রাহুল খাঁন:গতকাল ছিল মডেল ও অভিনেত্রী নাসিমা খানম প্রিমা’র জন্মদিন। ছোটবেলা থেকেই শোবিজের প্রতি প্রবল স্পৃহা কাজ করতো।
বর্তমানে মিডিয়াতে কাজ করছেন তার আপন গতিতে। ইতিমধ্যে তার কাজ দিয়ে বেশ সুপরিচিত হয়ে উঠেছে শোবিজে।
তার জন্মদিনেশোবিজের সহকর্মী; শুভাকাঙ্খী ; প্রযোজক ও সাংবাদিকদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। তিনি জানান; আমার জন্মদিন উপলক্ষ্যে একটি গেটটুগেদার এর আয়োজন করেছিলাম; যারা আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতিকৃতঙ্গ।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন; আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্যমন্ডিত হয়। ”উল্লেখ্য তিনি দেশের অনেক নামী দামী ফ্যাশন হাউজের মডেল হয়েছেন।