0
0
Read Time:1 Minute, 21 Second
রিফাত রাহুল খাঁন: আজ যমুনা ফিউচার পার্কে গার্নিস প্যারিস মেকওভার শপ এর উদ্ভোধন করা হয়েছে। এ উদ্ভোধনী অনুষ্ঠানে লাক্স তারকা সুন্দরী সারাকার উপস্থিতিতে কেক কেটে এ শপের শুভসূচনা করা হয়।
এ সম্পর্কে লাক্স তারকা সুন্দরী সারাকা বলেন; গার্নিস প্যারিস এর পরিবেশটা বেশ সুন্দর। তরুণীদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সকলে পরিদর্শন করবেন ; শুভ কামনা রইল গার্নিস প্যারিস এর জন্য। এ উদ্ভোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার রাকিব বাবু; মডেল সাদিয়া নূরসহ গার্নিসস প্যারিস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ প্রসঙ্গে কোরিওগ্রাফার;স্টাইলিস্ট ওডিজাইনার রাকিব বাবু জানান; গার্নিস প্যারিসকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। বাংলাদেশে এ মেকআপ শপটি বেশ সুনাম অর্জন করবে বলে আশাবাদী। গার্নিস প্যারিস এর সফলতা কামনা করছি।।