জমিদারের সন্তান আশিক চৌধুরী

0 0
Read Time:2 Minute, 28 Second

শোবিজ ডেস্ক :অনেক অপেক্ষার পর একসময় সিনেমায় অভিনয়ে আশিক চৌধুরীর স্বপ্ন পূরণ হয়। তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা জুলহাস চৌধুরীর ‘দুটি মনের পাগলামী’। এরপর আরো পাঁচটি সিনেমা মুক্তি পায় তার। আগামীকাল সারাদেশের দশেরও অধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে তার সাত নম্বর সিনেমা জয় সরকার পরিচালিত ‘ইন্দুবালা’। এই সিনেমায় তিনি ইন্দুবালা’র বিপরীতে বাবলা চরিত্রে অভিনয় করেছেন। বাবলা একজন জমিদারের সন্তান। ইন্দুবালার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একসময় ইন্দুবালাকে প্রতিষ্ঠিত করতে বাবলা মায়ের আশীর্বাদ নিয়ে গ্রাম ছেড়ে শহরে যায়। এগিয়ে যায় গল্প। মূলত আশিকই এই সিনেমার গল্পের নায়ক। তার ও নায়িকার প্রেমকে আবর্ত করেই সিনেমার গল্প এগিয়ে যায়। আশিক চৌধুরী বলেন,‘ আমাকে যখনই সিনেমার পরিচালক জয় ভাই গল্প শুনিয়েছিলেন আমি কখনই সিনেমাটিতে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করি। কারণ গল্পটা আমার বাবলা এবং ইন্দুবালার চরিত্রকে ঘিরেই এগিয়ে যায়। আমি আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে সাধ্যমতো চেষ্টা করেছি। আর এটি যেহেতু আমার মুক্তিপ্রাপ্ত সাত নম্বর সিনেমা, তাই এই সিনেমাটি নিয়ে কেন যেন মনের ভেতর একটু বেশিই আশাবাদ আমার।আশা করছি দর্শকের ভীষণ ভালোলাগবে ইন্দুবালা সিনেমাটি।’ আশিক চৌধুরী মুক্তিপ্রাপ্ত অনন্যা সিনেমাগুলো হচ্ছে আবুল কালাম আজাদের ‘হৃদয় দোলানো প্রেম’, আজিজুর রহমানের ‘স্বর্গ থেকে নরক’ আফজালের ‘সুজনের আশা’ এবং মুকুল নেত্রবাদী’র ফিফটি ফিফটি প্রেম’। গেলো বছর অক্টোবরে ‘ফিফটি ফিফটি প্রেম’ মুক্তি পায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %