ভারত জম্মু-কাশ্মীরের ডোডা পাহাড়ী অঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী পাহাড়ের ওপর থেকে নীচে পড়ে গেলে ৩৩ জন যাত্রী প্রাণ হারিয়েছেন ।আহত হয়েছেন আরও ২২ জন। আজ সোমবার (১ জুলাই) কিশতাওয়ার জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়, সকাল সাড়ে ৭টায় শিড়্গওয়ারির কাছে কিশতাওয়ারে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে পড়ে যায়।
যাত্রীবোঝাই বাসটি কেশওয়ান থেকে কিশতওয়ারে যাচ্ছিল। সিরগরিতে মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
জম্মুর পুলিশ ইনস্পেক্টর এম কে সিনহা জানান, যুদ্ধকালীন পরিস্থিতে চলছে উদ্ধারকাজ। এ সময় এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২০ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
এনডিটিভি আরো জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে ডোডা পার্বত্য এলাকায়, রাস্তার অবস্থা ছিল খুব খারাপ, সেই সাথে বাসটি খুবই দ্রুত আসছিল এবং যাত্রী সংখ্যাও ছিল খুব বেশি।
এই ঘটনায় শোকবার্তা জানিয়ে টুইট করেছেন জম্মু ও কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদ্দুলা। সেখানে মৃতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারকে সমবেদনা জানানো হয়েছে৷