জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করার আহ্বান: ফখরুল

0 0
Read Time:1 Minute, 19 Second

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী জরুরি অবস্থা জারি করার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (০২ অগাস্ট ) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল আরো বলেন, ভয়ংকর এই রোগ নিয়ে রাজনীতি না করে মানুষের জীবন বাঁচাতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৬৪ জেলায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এর বিস্তার রোধ না করা গেলে ভয়াবহতা বাড়বে। এই কারণে আমরা মনে করি, জরুরি অবস্থা ঘোষণা করে জরুরি ভিত্তিতে এর সমস্যাটা সমাধান করতে হবে।

তিনি আরো বলেন, দুটো সিটি করপোরেশন ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ হয়েছে। এটা নিয়ে অন্য রাজনীতি না করে মানুষকে বাঁচানোর ব্যবস্থা করা উচিত।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %