জর্ডানে আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় বাংলাদেশের ত্বকি প্রথম

0 0
Read Time:3 Minute, 35 Second

অনলাইন ডেস্কঃ 


জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৬২ দেশকে পেছনে পেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ হাফেজ সাইফুর রহমান ত্বকি।

আন্তর্জাতিক এই প্রতিযোগীতার আসরে প্রায় ৬২ দেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করেছিলো। এছাড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে কাতারের প্রতিযোগী, তৃতীয় স্থান বাহরাইন, চতুর্থ পাকিস্তান ও পঞ্চম স্থান অর্জন করে সৌদি আরবি কুরাআন প্রতিযোগী।

মারকাজুত তাহফিজ সূত্রে জানা যায়, গত ১৩ জুন হাফেজ কাওসার এ প্রতিযোগীতায় অংশগ্রহনের জন্য জর্ডানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন জর্ডানের রাজধানী আম্মানে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চলে ১৫ জুন থেকে ২০ জুন পর্যন্ত। প্রতিযোগিতায় বিচারকদের ভূয়সী প্রশংসা পেয়ে প্রথম স্থান অর্জন করেন হাফেজ কাওসার।

মারকাজুত তাহফিজের পরিচালক শায়খ নেসার আহমেদ নাসিরী জানান, আজ রাত একটায় কাতার এয়ারলাইনসে একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করবেন বাংলাদেশের এই কৃতী হাফেজ।

বিমান বন্দরে তাকে ইসলামিক ফাউন্ডেশন, তার মাদ্রাসার শিক্ষক, ছাত্ররা সংবর্ধনা দিবেন বলে জানা যায়।

হাফেজ ক্বারী নেসার উদ্দিন আহমেদ আন নাসেরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র হাফেজ সাইফুর রহমান ত্বকি। তার বাবা মাওলানা বদিউল আলম ধলপুর লিচুবাগান নাদিয়াতুল কোরআন হাফিজিয়া নূরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল এবং রামপুরার বায়তুল আমান জামে মসজিদের খতিব।

প্রসঙ্গত : হাফেজ সাইফুর রহমান ত্বকী ২০১৪ সালে এনটিভি আয়োজিত পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে প্রতিযোগিতায় প্রায় ত্রিশ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন। ২০১৫ সালে জেদ্দায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান, ২০১৬ সালে বাহরাইনে তৃতীয় স্থান ও ২০১৭ সালে কুয়েত আন্তর্জাতিক হিফজুল কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দ্বিতীয় স্থান অর্জন করেন তিনি।

আরও পড়ুনঃ সূরা মুখস্ত নেই, এমন ব্যক্তি কীভাবে নামায পড়বে?

তার এই প্রতিভা ও অর্জনে তার পরিবার ও ছাত্র-শিক্ষকসহ সকলেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %