শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় বিএফডিসির ক্যান্টিন সংলগ্ন চত্বরে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদার পরিচালিত নতুন ছবি বসন্ত বিকেলের মহরত।
এ ছবির মধ্য দিয়ে একক নায়িকা হিসাবে অভিষেক হচ্ছে নবাগত শাহ্ হুমায়রা সুবাহ’র। এবং ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘বসন্ত বিকেল’-এ সুবাহ’র বিপরীতে আছেন দেশা দ্য লিডার খ্যাত শিপন মিত্র এবং তানভীর তনু। এছাড়াও আরো বিশেষ গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন-জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণী অভিনেত্রী সুচরিতা ও শাহানূর। এটি হবে রফিক শিকদারের তৃতীয় সিনেমা। পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মাণ হবে ‘বসন্ত বিকেল’।
সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর থেকে সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হবে- এমনটাই জানালেন নির্মাতা রফিক শিকদার।
মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু।
সুস্থধারার চলচ্চিত্র নির্মাণের জন্য তিনি তরুণ পরিচালক রফিক শিকদারকে ধন্যবাদ জানান। একইসঙ্গে ‘বসন্ত বিকেল’ সিনেমার মধ্য দিয়ে মানুষ আবার হলমুখি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন শামসুল হক টুকু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির, পাবনা-৫ আসনের এমপি খোন্দকার গোলাম ফারুক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বলিউল আলম খোকন বিশিষ্ট প্রযোজক মোহাম্মদ ইকবালসহ আরও অনেকে।
আর.বি এস টেক এর ব্যানারে ছবিটি প্রযোজনা করছেন শামসুজ্জামান রিমন। ‘বসন্ত বিকেল’ ছবির পোস্টার ডিজাইন করেছেন অর্নিল হাসান রাব্বি।