0
0
Read Time:1 Minute, 24 Second
মাঈন উদ্দিন খান রকি : বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান নানান কর্মসূচি পালন করেছে।
আজ থেকে ১০২ বছর আগে ১৭ মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধু তৎকালীন গোপালগঞ্জ মহকুমার (বর্তমানে জেলা) টুঙ্গিপাড়া গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। শেখ লুৎফর রহমান ও সায়রা খাতুনের ছয় সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।
এ দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হচ্ছে। সরকার বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তাঁতী লীগ ঢাকা মহানগর উত্তরে নেতাকর্মীসহ মহানগর উত্তরের বিভিন্ন থানা নেতৃবৃন্দ সকাল ৯ টায় ধানমন্ডি ৩২ নাম্বার বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।