Read Time:1 Minute, 25 Second
জাতীয় অধ্যাপক, বীরমুক্তিযোদ্ধা ডাক্তার আনিসুজ্জামানের মৃত্যুতে সর্বস্তরে নেমেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার (১৪ই মে ) বিকেলে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় ডাক্তার আনিসুজ্জামান ।তার মৃত্যুতে খবর প্রকাশিত হবার পর থেকেই সামাজিক বিভিন্ন মহল থেকে শোকবাণী আসতে থাকে গণমাধ্যম জুড়ে।
প্রখ্যাত এই সাহিত্যিক এর মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন ।
ডাক্তার আনিসুজ্জামানের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। পরিচিতজনরা করেছেন স্মৃতিচারণ অধ্যাপক ডাক্তার আনিসুজ্জামানের ছাত্রী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
দেশ একজন গুনিব্যাক্তিকে হারালেন।