0
0
Read Time:1 Minute, 16 Second
কলকাতার সুপারস্টার দেবের সঙ্গে ব্লগ করলেন দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। খুব শীগ্রই ইউটিউবে এ ব্লগ ভিডিওটি প্রকাশিত হবে।
জানা গিয়েছে, বাংলাদেশের কোন ইউটিউবারের সঙ্গে প্রথমবারের মত ব্লগ করলেন দেব। দেব আরো জানালেন, জানা-অজানা অনেক তথ্য।
জানা যায়, তৌহিদ আফ্রিদিকে নিজের অফিস ঘুরে দেখিয়েছেন দেব। এছাড়া কয়েকটি প্রোগ্রামেও বাংলাদেশী ইউটিউব সুপারস্টার তৌহিদ আফ্রিদিকে নিয়ে যায় তিনি। অন্যদিকে, গাড়িতে করে ভ্রমণ শেষে নিজের রেস্টুরেন্টে নিয়ে যান দেব। এসময় তৌহিদ আফ্রিদিকে ‘ট্রিট’ দেন দুই বাংলার জনপ্রিয় এ নায়ক দেব।
তৌহিদ আফ্রিদি বাংলাদেশ আজকালকে আরো জানিয়েছেন, ইতোমধ্যে আমরা ব্লগটির শ্যুটিং শেষ করেছি। শীগ্রই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখা যাবে।