ইউক্রেন ইস্যুতে প্রশান্ত মহাসাগরে অবস্থিত রাশিয়া ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ একটি দ্বীপে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে মস্কো।
শনিবার (২৬ মার্চ) এতথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম।
রয়টার্স জানায়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় টোকিওর সঙ্গে শান্তি আলোচনা স্থগিতের কয়েকদিন পর এ মহড়ার ঘোষণা দিল মস্কো।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জেলা জানিয়েছে, এই মহড়ায় কুরিল দ্বীপপুঞ্জে ৩,০০০ সেনার পাশাপাশি শত শত সামরিক সরঞ্জাম অংশ নেবে। সূত্র: ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।
এর আগে, শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করায় রাশিয়ার নিন্দা জানায় জাপান।
দ্বীপগুলো জাপানের উত্তর-পূর্বের হোক্কাইডো দ্বীপ থেকে শুরু হয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ পর্যন্ত প্রসারিত। তবে কুরিল দ্বীপপুঞ্জের কোথায় মহড়া চালানো হচ্ছে তা জানায়নি মস্কো।
জাপানের বিরোধপূর্ণ দ্বীপে রাশিয়ার মহড়া
ইউক্রেন ইস্যুতে প্রশান্ত মহাসাগরে অবস্থিত রাশিয়া ও জাপানের মধ্যে মালিকানা নিয়ে বিরোধপূর্ণ একটি দ্বীপে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে মস্কো।
শনিবার (২৬ মার্চ) এতথ্য জানিয়েছে জাপানের সংবাদমাধ্যম।
রয়টার্স জানায়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ায় টোকিওর সঙ্গে শান্তি আলোচনা স্থগিতের কয়েকদিন পর এ মহড়ার ঘোষণা দিল মস্কো।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় সামরিক জেলা জানিয়েছে, এই মহড়ায় কুরিল দ্বীপপুঞ্জে ৩,০০০ সেনার পাশাপাশি শত শত সামরিক সরঞ্জাম অংশ নেবে। সূত্র: ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি।
এর আগে, শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহার করায় রাশিয়ার নিন্দা জানায় জাপান।
দ্বীপগুলো জাপানের উত্তর-পূর্বের হোক্কাইডো দ্বীপ থেকে শুরু হয়ে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ পর্যন্ত প্রসারিত। তবে কুরিল দ্বীপপুঞ্জের কোথায় মহড়া চালানো হচ্ছে তা জানায়নি মস্কো।