জামিন মেলেনি, কারাগারে ডিআইজি মিজান

0 0
Read Time:1 Minute, 5 Second

আজ মঙ্গলবার সকালে আদালত এই আদেশ দেয়। শাহবাগ থানার ওসি আবুল হোসেন জানিয়েছেন, আজ মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তাকে শাহবাগ থানা থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়।

এর আগে, সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে মিজানুর রহমানকে গ্রেফতার করে শাহবাগ থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশি পাহারায় গাড়ি থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয় থানার ওসি আবুল হাসানের কক্ষে। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করেন।

তিন কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ডিআইজি মিজান, তার স্ত্রীসহ চার জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %