0
0
Read Time:1 Minute, 26 Second
শোবিজ ডেস্ক:সম্প্রতি জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ ও অদিতি।দু’জনে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন। ‘দখিনো হাওয়া’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর করেছেন কাজী শুভ নিজেই আর সংগীতায়োজন রাফি মোহাম্মদ।গানটির কথার সঙ্গে মিল রেখে ভিডিও নির্মাণ করেছেন সৌমিত ঘোষ ইমন। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন তরুণ প্রজন্মের অন্যতম মডেল ও অভিনেত্রী কাজী জারা টায়রা ।কাজী শুভ বলেন,গানটির কথা, সুর এবং মিউজিকের প্রতি বিশেষ নজর দিয়েই কাজটি করেছি। আমিও আমার গায়কীর সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। গানের সঙ্গে মিল রেখে দারুণ গল্পে গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।নির্মাতা ইমন জানান, গানটির ভিডিও ম্যাক্স ব্যাগ’এর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ‘ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট’-এ শিগগিরই মুক্তি পাবে।