জারা টায়রা’র রাখি চরিত্রটি প্রশংসিত

0 0
Read Time:1 Minute, 41 Second

বিনোদন প্রতিবেদক: শারদীয় দূর্গা পূজার বিশেষ নাটক ‘পরিণতি’। রাজীব মণি দাসের রচনায় চন্দন চৌধুরীর পরিচালনায় এটিএন বাংলায় গতকালরাত ১১টায় সম্প্রচার হয়েছে বিশেষ নাটক ‘পরিণতি’।‘পরিণতি’তে রয়েছে গাঁয়ের দুরন্ত মেয়ে রাখির দুরন্তপনা। তবে দেখতে যেন সাক্ষাত অন্নপূর্ণা। কারো বিপদ দেখলে এগিয়ে যায় সে। মাঝে মধ্যে ঘটে বিপত্তি। হিন্দু মেয়ে হয়ে এভাবে ঘুরে ফিরবে সেটা গ্রামের মানুষ ভালো চোখে দেখে না। প্রতিমা অবশ্য রাখিকে সব সময় প্রশ্রয় দিয়ে বলে মেয়ের বিয়ে হয়ে গেলে এসব আর থাকবে না। প্রতিমার এই কথার সাথে দ্বিমত প্রকাশ করে রাজন। রাজন সব সময় চিন্তায় আছে কিভাবে বোনকে ভালো পাত্রের কাছে পাত্রস্থ করবে। এভাবেই গল্পটি সামনের দিকে এগিয়ে গেছে। এ চরিত্রটি নিয়ে প্রশংসিত হয়েছেন জারা টায়রা ।
তিনি জানান; নাটকটি সম্প্রচার হওয়ার পর পরই শুভাকাঙ্খীরা ফোন করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। বেশ সাড়া পেয়েছি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, কাজী জারা টায়রা ;আহসানুল হক মিনু, সঞ্জয় রাজ, রেবেকা রউফ- সহ আরো অনেকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %