টানা তৃতীয়বারের মতো শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসলেন চিত্রনায়ক জায়েদ খান। এর আগে গত বুধবার (২ মার্চ) চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন হাইকোর্ট। এর ফলে সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের বসতে আর কোনও বাধা রইলো না আর।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে আজ শুক্রবার (৪ মার্চ) বিকেল ৪টায় এফডিসিতে শপথ নেবেন জায়েদ খান। এ সময় গণমাধ্যম কর্মীদের পাশাপাশি জায়েদ খানের প্যানেল থেকে নির্বাচিত একাধিক নেতারও উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের শপথ গ্রহণ করাবেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।
উল্লেখ্য, এর আগে গত ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন জায়েদ খান। পরাজিত প্রার্থী নিপুণ আক্তার পুনরায় ভোট গণনা করার আবেদন জানান। সেখানেও জয় পান জায়েদ। এরপর তার বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলে আপিল করেন নিপুণ। সুরাহা না হওয়ায় বিষয়টি আদলত পর্যন্ত গড়ায়। অবশেষে বুধবার (২ মার্চ) হাইকোর্টের রায়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসেন জায়েদ খান।