তিনি ২০ জুন, ২০১৯ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের মৃত্যবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বলেন, জিয়া কখনই দাবি করেননি যে তিনি স্বাধীনতার ঘোষক… কিন্তু বিএনপি জিয়ার মৃত্যুর পর সবসময় ইতিহাস ধ্বংসের চেষ্টা করেছে।
হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু ৭ই মার্চে ঘোষণা দিয়ে জাতিকে প্রস্তুত করেছেন। একটা গোষ্ঠী সবসময়ই ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। জিয়াউর রহমান জীবিত থাকা অবস্থায় কখনই স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি। তার মৃত্যুর পর বিএনপি তাকে স্বাধীনতার ঘোষক দাবি করে।
কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতায় আটকে আছে বিএনপির বর্তমান রাজনীতি বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আমি তাদের (বিএনপি) স্মরণ করিয়ে দিতে চাই বিদেশেও সুস্পষ্ট দলিলপত্রের ভিত্তিতে বাংলাদেশের সঠিক ইতিহাস লেখা হয়েছে।
জননেতা এম এ হান্নান স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তাঁর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।