জিয়া পাহাড়ে অশান্তির বীজ বপন করেছিলেন: হানিফ

0 0
Read Time:4 Minute, 9 Second

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের হাতেই পাহাড়ে অশান্তির বীজ বপন হয়েছিল। তার হাত ধরে পাহাড়ি বাঙালিদের মধ্যে সংঘাত সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় বিএনপি এখনও চক্রান্ত করে যাচ্ছে, এখনো সক্রিয় আছে। অস্ত্রের মাধ্যমে কখনো শান্তি আসে না। যারা এখনো বিপথে রয়েছেন, তারা শান্তির পথে আসুন। প্রধানমন্ত্রীর শান্তি চুক্তির সুফল ঘরে তুলুন।

রোববার (২০ মার্চ) খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য লড়াই, সংগ্রাম করেছেন। সকল ধর্ম-বর্ণের মানুষ নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলেছিলেন। জিয়াউর রহমান ক্ষমতায় এসে স্বাধীনতার চেতানার ওপর আঘাত করেছেন। মানুষের মাঝে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়েছেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছিলেন।

তিনি বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে নাকি গণতন্ত্র যায় না। গণতন্ত্র কার সঙ্গে যায়? ২০০১ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। অথচ তাদের সাথে নাকি গণতন্ত্র যায়। বেগম খালেদা জিয়ার হাত আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীর রক্তে রঞ্জিত। সেই বিএনপি নেতারা রাজাকার-আলবদরদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা খুঁজে পান। ২০০১ সালে ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া কুখ্যাত রাজাকার-আলবদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদের গাড়িতে পতাকা তুলে দিয়ে ৩০ লাখ শহীদের আত্মাকে পদদলিত করেছে। তারেক জিয়া হাওয়া ভবন বানিয়ে সরকারের মধ্যে সরকার গঠন করেছিল। পাঁচ বছরে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। ১৯৭৭ সাল থেকেই জিয়াউর রহমান আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলেন। একইভাবে বেগম জিয়া ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন।

প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ‍্যাডভোকেট সিরাজুল মোস্তফা এমপি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়েশা খানম এমপি, কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার এমপি এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *