জিয়া ১৫ আগস্টের মাস্টারমাইন্ড আর তারেক ২১ আগস্টের:ওবায়দুল কাদের

0 0
Read Time:2 Minute, 27 Second

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,  বিএনপি ক্রমেই সংকুচিত হচ্ছে ভোটের রাজনীতিতে। 

পঁচাত্তরের ১৫ই আগস্টের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান আর একুশে আগস্ট গ্রেনেড হামলার মূলহোতা তারেক রহমান।

বিএনপি এখনও ইতিহাসের এসব সত্যকে পাল্টে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ তাঁতী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন কাদের।

এ সময় বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে যারা অপকর্ম করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ‘আরও অপ্রাসঙ্গিক হচ্ছে বিএনপি। দলটি এখন অস্তিত্ব সংকটে ভুগছে এবং ভবিষ্যৎকে বিপন্ন মনে করে আবোল-তাবোল বলছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘এ দল জাতির পিতার খুনের সঙ্গে জড়িত। জাতির পিতার কন্যা মুক্তির সংগ্রামের কান্ডারী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করেছিল গ্রেনেড হামলা করে।

এ সত্য জনগণের বিবেকের আদালতে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এতে বিএনপি অস্তিত্ব সংকটে ভুগছে এবং ভবিষ্যৎকে বিপন্ন মনে করে আবোল-তাবোল বলছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘খুন আর হত্যার রাজনীতিতে বিএনপির হাত রক্তে রঞ্জিত। তারা বাংলাদেশের ইতিহাস থেকে জাতির পিতাকে মুছে দেয়ার চেষ্টা কম করেনি।

ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে তারা যতই মুছে ফেলতে চেয়েছে তত তারাই নিজেরা মুছে গেছে, সংকুচিত হয়েছে। তারেক রহমান ২১ আগস্টের মাস্টার মাইন্ড আর জিয়াউর রহমান ১৫ আগস্টের মাস্টার মাইন্ড।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %