জ্ঞান হারালেন জামালপুর ডিসির সহকারী সেই নারী

0 0
Read Time:2 Minute, 17 Second

জামালপুরের জেলা প্রশাসকের (ডিসি) অফিস সহকারী সেই সানজিদা ইয়াসমিন সাধনা সোমবার তার কর্মস্থলে জ্ঞান হারিয়েছেন। 

সোমবার সকালে জামালপুর জেলা প্রশাসকের কর্মস্থলে ছুটির আবেদন জমা দিতে এসে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। 
ওই নারী শারীরিক অসুস্থতার কারণে একটি ছুটির আবেদনপত্র জমা দিতে আসেন।

আবেদনে অফিস চলাকালীন সময়ে অসুস্থ বোধ করায় মঙ্গলবার থেকে তিনদিনের ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত ওই নারী সানজিদা ইয়াসমিন সাধনা। 

তবে কিছুক্ষণ পরই তিনি জ্ঞান ফিরে পেয়ে দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন ওই নারী।

বৃহস্পতিবার থেকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে ওই নারী অফিস সহায়কের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় রোববার জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করা হলেও ওই নারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

অফিস সহায়কের ছুটির আবেদন পত্রের বিষয়টি নিশ্চিত করে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রাজীব কুমার সরকার বলেন, সানজিদা ইয়াসমিন সাধনা নামের ওই অফিস সহায়কের ছুটির আবেদন গ্রহণ করা হয়েছে। নতুন জেলা প্রশাসক কর্মস্থলে যোগদান করে তার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

এ ঘটনায় মন্ত্রী পরিষদ বিভাগের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি তদন্ত সাপেক্ষে ওই অফিস সহায়কের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %