0
0
Read Time:1 Minute, 39 Second
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মানুষ এখন ঘরবন্দি আছেন। এমন অবস্থায় তাদের মানসিক চাপ কমাতে টেলিভিশনে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
শুক্রবার করোনাভাইরাস বিষয়ক আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে এ আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘দেশের মানুষ ঘরে এখন বন্দি আছেন। এই কারণে তাদের মানসিক চাপ বাড়ছে। এমন সময় যদি টিভিতে বিনোদনমূলক অনুষ্ঠান বেশি প্রচার করা হয় তাহলে তাদের মানসিক চাপ কমবে বলে আশা করি।’
সেই সঙ্গে করোনা মোকাবিলায় সবাইকে ঘরে থাকার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার সংক্রমণ রোধ করা। এ যুদ্ধের মূলমন্ত্র ঘরে থাকা। সামাজিক দূরত্ব বজায় রাখা।’
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ২৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৫ জন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৮ জনে ও মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ জনে।