ডারবানে গত দু’দিন ধরে ধুম বৃষ্টি হচ্ছে। এর ফলে অনুশীলন করতে পারছেন না মুমিনুলরা। গত দুদিনের টানা বৃষ্টিতে চ্যাটসওয়ার্থ ক্রিকেট ক্লাব মাঠ কর্দমাক্ত হয়ে পড়ায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বাধ্য হয়ে অনুশীলন বাতিল করেছে গতকাল ও আজকের। তবে গতকাল জিম করে কাটিয়েছেন টাইগাররা।
আজ অবশ্য বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুমিনুলরা অনুশীলন করবেন ডারবানের কিংসমিডে। ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল এই মাঠে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। দেশটির মাটিতে এর আগে আরও ৬টি টেস্ট খেলেছে টাইগাররা। কিন্তু এই প্রথম খেলবে ডারবানের কিংসমিডে।
এদিকে, বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে শুধু টেস্ট দলে থাকা ক্রিকেটাররা কেপ টাউনের ক্যাম্পে প্রস্তুতি নিয়েছে। ব্যাটিং কোচ জেমি সিডন্সের বিশ্বাস, দারুণ এই প্রস্তুতির সুফল মিলবে টেস্ট সিরিজে।
সূচিতে ওয়ানডে সিরিজ আগে হলেও এবার শুধু টেস্ট দলে থাকা ক্রিকেটাররাও ওয়ানডে দলের সঙ্গেই যায় দক্ষিণ আফ্রিকা সফরে। টেস্ট অধিনায়ক মুমিনুল হকসহ ওই ক্রিকেটাররা নিবিড়ভাবে অনুশীলন করেন সাবেক ক্রিকেটার ও এখন খ্যাতিমান কোচ গ্যারি কার্স্টেনের ক্রিকেট একাডেমিতে।
ব্যাটিং কোচ সিডন্সের তত্ত্বাবধানেই চলে এই ক্যাম্প। তবে শুরুর দিকে কোচিং করান স্বয়ং কার্স্টেনও। এছাড়াও ছিলেন বাংলাদেশের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক, যিনি কার্স্টেন একাডেমিরও কোচ।
ওই ক্যাম্প এখন শেষ। তবে সিডন্সের মনে রয়ে গেছে রেশ।
দল এখন প্রথম টেস্টের শহর ডারবানে। সেখানেই রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিডন্স শোনালেন প্রস্তুতি ক্যাম্পের বিস্তারিত।
“কেপ টাউন দুর্দান্ত ছিল (ক্যাম্প)। আবহাওয়া ছিল নিখুঁত। ৯ জন ছিল ক্যাম্পে, পরে ২ জন দেশে ফিরে যায় (স্কোয়াডের বাইরে থাকা মোহাম্মদ মিঠুন ও রেজাউর রহমান রাজা)। দক্ষিণ আফ্রিকার আবহাওয়া ও পিচ কন্ডিশন সম্পর্কে যেভাবে ধারণা হয়েছে, ভালো কয়েকজন নেট বোলার ছিল, আমাদের বোলাররা তো ছিলই, ব্যাটসম্যানরা দারুণ কাজ করেছে। ”