চাঁদপুরের মিনি কক্সবাজার খ্যাত মোহনার চর থেকে পিকনিক করে ফেরার পথে নদীর পাড়ে বসে থাকা স্থানীয় মেয়েদের শরীরে ট্রলার থেকে ঢিল ছোড়ে এবং অশ্লীল অঙ্গভঙ্গি এবং কটুক্তিও করে। এলাকায় মেয়েদের গায়ে ঢিল দেওয়ার অপরাধে প্রতিশোধমূলক হামলায় অন্তত ৪৩ জন আহত হয়েছেন।
আহতদের নাম জানা না গেলেও তাদের সবার বাড়ি হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায়। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয় বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ৭০ থেকে ৮০ জন তরুণ বিকালে নৌপথে ঈদের আনন্দভ্রমণ শেষে চাঁদপুরের ‘মিনি কক্সবাজার’ থেকে ট্রলারে হাজীগঞ্জে ফেরার সময় সদর উপজেলার হামনকর্দী এলাকায় নদী পাড়ে থাকা মেয়েদের গায়ে নৌকা থেকে তরুণরা বেশ কয়েকটি ঢিল ছুঁড়ে।
এ সময় ওই এলাকায় লোকজন সিএনজি চালিত অটোরিকশা ও ট্রলারে করে তরুণদের তাড়া করে ভাটেরগাঁও এলাকায় গিয়ে ঘেরাও করে হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এতে গুরুতর আহত হন ৪৩ জন।
চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে থানায় কোনো অভিযোগ আসেনি। আহতরা নিজ দায়িত্বে চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।