ঠাকুরগাঁওয়ে দুই বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৭

0 0
Read Time:1 Minute, 51 Second

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে। দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও প্রায় ২০ জন।

শুক্রবার সকাল ৭টার দিকে সদর উপজেলার খোচাবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ, একজন নারী ও একজন শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে আসা ডিপজল এক্সপ্রেসের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসের মধ্যখানে পড়ে যায় একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার।

সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় জন মারা যান বলে নিশ্চিত করেছেন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নিশাত এন্টার প্রাইজের চালক চায়না (২৮)। অন্যরা হলেন- বিপদ চন্দ্র (২৮). মোস্তফা (৪৫) ও তার স্ত্রী ফাতেমা (৪০)।

অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %