ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ​ জাতীয় গৃহায়ন আর্তমানবতায় জনকল্যানমুখী কর্মসূচি

0 0
Read Time:5 Minute, 47 Second

আর্তমানবতায় ৩০০ পরিবারের মাঝে ৫ দিনের জরুরী খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি। স্থান : জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, প্রধান কার্যালয়, ৮২ সেগুনবাগিচা, ঢাকা। তারিখ:- ০৪/০৪/২০২০ ইং, সময় : বেলা : ১১:০০ বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ একটি মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশেও এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। এই সংক্রমন যেন বিস্তৃতি লাভ না করে সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের সকল জনগণকে নিজ নিজ গৃহে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছে। বাহিরে অবস্থানরত ও ঘোরাফেরা করা লোকজনকে ঘরমুখী করার লক্ষ্যে সরকারের পক্ষ হতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘরে অবস্থান করার কারনে প্রচুর লোকজন কর্মহীন অবস্থায় আর্থিক অনটন ও খাদ্য অভাবে দিন কাটাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও উদ্যোগে জনবান্ধব সরকার এ সকল কর্মহীন ও অসহায় মানুষের কথা বিবেচনা করে যথেষ্ট পমিরান ত্রাণ সামগ্রী ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। আর্ত মানবতার এই বিষয়সমূহ বিবেচনা করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জনাব মোঃ দেলোয়ার হায়দার (অতিরিক্ত সচিব) মহোদয়ের অনুপ্রেরণায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কল্যানামুখী পেশাজীবি সংগঠন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ডিপ্লোমা প্রকৌশলী সমিতি এর সকল সদস্যের সহযোগিতায় আজ ০৪-০৪-২০২০ শনিবার কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে ৫ দিনের জরুরী খাদ্য সামগ্রী যেমন ০৫ কেজি চাউল, ০২ কেজি আলু, ০১ কেজি পেয়াজ, ০১ কেজি মসুর ডাল, ০১ লিটার সয়াবিন তেল, আধা কেজি লবণ, ২৫০ গ্রাম ব্লিচিং পাউডার ও ১টি সাবান প্রদান করা হচ্ছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মহোদয়ের উপস্থিতিতে এই বিতরন কর্মসূচীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ উপস্তিত রয়েছেন। এছাড়াও অত্র সমিতির সভাপতি, জনাব রবিউর রাশেদুল আলম এবং সাধারণ সম্পাদক জনাব, মোঃ রাদিউজ্জামান এর উদ্যোগে সমিতির সদস্য ও আগ্রহী অন্যান্যদের সহযোগিতায় গত ২৮-৩-২০২০ তারিখ হতে ঢাকার বিভিন্ন রাস্তায়/ফুটপাতে ভাসমান, ভ্রাম্যমান ও ক্ষুধার্থ মানুষের মাঝে রান্না করে প্রতিদিন গড়ে ২০০ প্যাকেট খাবার বিতরণ করা হচ্ছে। প্রতিদিনের এ খাদ্য বিতরণের সার্বিক দায়িত্বে নিয়োজিত রয়েছেন অত্র সমিতির নেতৃবৃন্দ জনাব আশরাফুজ্জামান পলাশ-সহ সভাপতি, জনাব শাহরিয়ার জনি- যুগ্ম সাধারণ সম্পাদক-১, মুহাম্মাদ রেজাউননবী টিপু- যুগ্ম সাধারণ সম্পাদক-২ ও কাজী শরাফত হোসেন-দপ্তর সম্পাদক । খাদ্য বিতরণের প্রতিটি ক্ষেত্রে সকলের স্বাস্থ্য সু রক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী সাহায্য দাতা ও গ্রহীতাদের এ বিতরণ কর্মসূচীতে কোন প্রকার কোলাহল না করে অত্র প্রতিষ্ঠানে ঢাকায় কর্মরত অসহায় ও অত্র অফিস ছাড়াও অন্যান্য কর্মহীন পরিবারের মাঝে প্রতিনিধির মাধ্যমে প্রকৃত সাহায্য গ্রহীতাদের বাসায় খাদ্য সামগ্রী পৌছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা বিশ্বাস করি সরকার কর্তৃক প্রদত্ত সাহায্যের পাশাপাশি বিভিন্ন সংগঠন, ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকলের সর্বোচ্চ স্বাস্থ্য সু রক্ষার ব্যবস্থা বজায় রেখে আর্তমানবতার স্বার্থে সহযোগিতার হাত বাড়ালে খেটে খাওয়া মানুষদের দু:খ কষ্ট অনেকাংশেই লাঘব হবে। সর্বপরি মহান আল্লাহ’র দরবারে কোভিড-১৯ এর সংক্রমন হতে দেশের জনগণ ও বিদেশে বসবারত প্রবাসীদের মুক্তি কামনা করছি। আর্তমানবতায় জনকল্যানমুখী এধরনের কাজে অন্যান্য প্রতিষ্ঠান, সংগঠন বা ব্যক্তি পর্যায়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে প্রচার করার জন্য আন্তরিক ধন্যবাদ ​মোঃ রাদিউজ্জামান ​সাধারণ সম্পাদক ​ডিপ্লোমা প্রকৌশলী সমিতি ​ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, সেগুনবাগিচা, ঢাকা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %