ডি.এ. তায়েব ফাউন্ডেশনের মাধ্যমে নিজে প্রথমবার বাজার করে দুস্থদের পাশে দাঁড়াচ্ছেন অনন্যা অনু

0 0
Read Time:2 Minute, 24 Second

রিফাত রাহুল খাঁন;শোবিজ ডেস্ক:বিশ্বজুড়ে চলছে করোনা ভাইরাসের আতঙ্ক। গত বছর চীনের হুবেই প্রদেশের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারি করোনাভাইরাস। ৮ মার্চ থেকে বাংলাদেশেও ভাইরাসটির প্রাদুর্ভাব লক্ষ করা যায়। করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সে জন্য সরকার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ইতোমধ্যে বন্ধ করা হয়েছে সব ধরণের শুটিং। পাশাপাশি তারকারাও করোনা নিয়ে নানান ধরনের সচেতনা মূলক পোষ্ট দিচ্ছেন তাদের ফেসবুকে। পরামর্শ দিচ্ছেন বাসায় থাকতে ও নিয়ম মেনে চলতে।

 

 

অনেক শোবিজ তারকারাই নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। ব্যস্ততম মডেল ও অভিনেত্রী অনন্যা অনুও তার ব্যাতিক্রম নয়। তিনি জানান;এখন সময় নিজেদের সুস্থ রাখার।দয়া করে সবাই সচেতন হোন, আগামী ১৪ দিন নিজ বাড়িতে আটকে রাখুন নিজেকে। নিজেরা সুস্থ থাকলে সুস্থ থাকবে আশেপাশের মানুষেরাও, করোনার মহামারির ঝুঁকিমুক্ত হবে দেশ।তিনি বলেন; ডি.এ. তায়েব ফাউন্ডেশনের মাধ্যমে নিজে প্রথমবার আজ বাজার করেছি নিজ এলাকায় গরীব দু:খী মেহনতি মানুষের পাশে কাল চাল; ডাল; আলু ; আটা; মাস্ক; সাবান মাঝে বিতরণ করবে বলে জানিয়েছেন।

এছাড়াও শিল্পী টেকনিশিয়ানদেরও সহযোগিতা করা হবে জানান.। তিনি আরও জানান ;যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমি এগিয়ে এসেছি ,আপনারাও এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে করোনাভাইরাস কে প্রতিহত করি।

ছবি: সংগৃহীত

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %