খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি দমন হয়েছে। দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছি। ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তেও আমরা সফল হবো।
আগামী এক বছর স্থানীয় সরকার মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও দুই সিটি কর্পোরেশনকে সমন্বিতভাবে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার পদক্ষেপ গ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে ১৪ দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরে জোটের শীর্ষ নেতারা বৃষ্টি ও বিরূপ আবহাওয়া উপেক্ষা করে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় ‘শেখ হাসিনার নির্দেশ, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’, ‘পরিস্কার-পরিচ্ছন্ন অব্যাহত রাখুন, ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন’, ‘ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসুন’-এমন স্লোগান সম্বলিত লিফলেট বিতরণ এবং মশার স্প্রে করেন।
মোহাম্মদ নাসিম বলেন, আমাদের এখন কাজ হবে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুমুক্ত করতে কাজ করা, ডেঙ্গু বিরোধী অভিযান বছরব্যাপী অব্যাহত রাখা, এডিস মশার বিস্তার রোধে কাজ করা।